তামিম কমালেন ৫ কেজি ওজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড বিশ্বকাপে তামিমের ব্যাটে ছিল হাহাকার। বাংলাদেশ বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন দেখেছিলো সেই স্বপ্নের মহানায়ক ছিলেন তামিম। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে হাসেনি তামিমের ব্যাট। নিজেকে আবারো প্রস্তুত করার মিশনে কিছুদিনের জন্য বোর্ড থেকে ছুটি নিলেন। আর এই ছুটি কাজে লাগিয়েছেন নিজের ফিটনেস নিয়ে কাজ করে। মোট ৪৯ সেশন কাজ করে ৫ কেজির বেশি ওজন কমিয়েছেন ড্যাশিং এই ওপেনার।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ। অথচ দলে নেই তামিম। ব্যাটে নেই রান , নিজেকে প্রস্তুত করছেন ছন্দ ফিরে পেতে। বিশ্বকাপে ব্যর্থতার পরে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন অধিনায়ক। ৩ ম্যাচে তামিমের সংগ্রহ ২১ রান। এর পরেই নিজেকে প্রস্তুত করতে বোর্ড থেকে নিয়েছেন ছুটি।

ব্যাংককে ১ মাস নিজেকে ঝালিয়ে নেয়ার কাজে ব্যস্ত চ্যালেঞ্জ তামিম। ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে দিন রাত পরিশ্রম করেছেন এই ওপেনার। এখন ফিরেছেন দেশে। দেশে ফিরে আর বসে থাকেন নি। ফিরেই নামে পড়েছেন আবারো নিজেকে প্ৰস্তুত করার মিশনে। যেহেতু আপাতত আর জাতীয় দলের ম্যাচ নেই তাই নভেম্বরে ভারত সফরের জন্য নিজেকে প্রস্তুত রাখাই তার লক্ষ্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »