রাকিব হাসান খান »
বঙ্গবন্ধু বিপিএলের ২৬ তম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখামুখি হয় রাজশাহী রয়্যালর্স।
টসে জিতে বোলিং নেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।
ব্যাট করতে নামে ঢাকা প্লাটুনের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও আনামুল হক বিজয়।
আনামুল হক বিজয় বেশি ক্রিজে টিকতে পারেনি।আন্দ্রে রাসেল বলে উইকেট কিপার লিটন দাশের তালুবন্দিতে প্যাভিলিয়ন ফিরেন আনামুল হক বিজয়।তার ব্যাট আসে ৯ বলে ১০ রান। রেসকে কে ফেরান শোয়েব মালিক।
তামিম ইকবাল এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে খেলতে থাকেন।
তাকে কিছুটা সঙ্গ দেন মেহেদী হাসান।
মেহেদী হাসানের ব্যাট থেকে আছে ১১ বলে ২১ রান।যার মধ্যে ছিল দুইটি ছয় ও একটি চারের মার।রবি বোপারার বলে তাইজুলের হাতে ক্যাচ আউট হন মেহেদী হাসান।
ফরহাদ রেজার প্রথম ওভারের প্রথম বলে আরিফুল হক ও দ্বিতীয় বলে ম্যাশ আউট হলে। বেশ বিপাকে পড়ে যায় প্লাটুনরা।
পরে তামিম ইকবালকে সঙ্গ দেন আসিফ আলী।
দুইজনই ফিফটির দেখা পান। ষষ্ঠ উইকেটে দুইজনে ৯০ রানে জুটি গড়েন।
তামিম ও আসিফের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫২ বলে ৬৮ ও ২৮ বলে ৫৫ রান।
২০ ওভার শেষে ঢাকা প্লাটুনের সংগ্রহ দাঁড়ায় – ১৭৩/৫।
রাজশাহী রয়্যালর্সের বোলারদের মধ্যে ফরহাদ রেজা পান দুটি উইকেট আর মালিক,রাসেল এ রবি বোপারা নেন ১ করে উইকেট।