https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বর্তমানে বাংলাদেশ দলের খারাপ সময় যাচ্ছে এটা সত্য। এরচেয়ে সত্য বাংলাদেশ দলের খারাপ সময় যাওয়ার পেছনে রয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স। টাইগারদের ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে ধুঁকছেন তামিম-সৌম্য দুজনেই। ভালো শুরু পেলে দল এগিয়ে নিতে পারেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেলে সেখান থেকে ফিরা হয়তো একটু কঠিনই।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল ছিলেন ব্যর্থ। ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেট হয়ে আউট হয়েছেন বাজে শট খেলে। সেখানে কিছু ভালো বল থাকলেও সেগুলো মোয়াবেলা করতে হিমশিম খেয়েছেন রীতিমত।
এদিকে দলের আরেক সদয় সাকিব আল হাসান সফল বিশ্বকাপ মিশন শেষ করেছেন। সতীর্থ তামিম ইকবালকে পরামর্শ দিয়েছেন সাকিব। তার মতে তামিম ইকবালের এখন পয়োজন কিছুটা সময় গ্যাপ নেয়া। তারপর পুনরায় আবার দলে এসে পারফর্ম করা।
সাকিব বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে। আমার মনে হয় তার এখন একটা বিশ্রাম দরকার। নিজেকে রিকভার করে সতেজ হয়ে আবারও আরও ভালো করে ফিরে আসা প্রয়োজন। আমি নিশ্চিত যে সে এটা করবে।’
‘আমি মনে করি একজন খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে ফিট না থাকলে খেলা ঠিক নয়। এতে করে কাজতা কঠিন হয়ে পড়ে। পারফরম্যান্সের ক্ষেত্রে এটা অনেক প্রভাব ফেলে।’
সাকিব বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আরও বলেন, ‘ক্রিকেট ভালো বলের একটা খেলা। তিনটা ভালো বলে হয়তো তিনদিন আউট হয়ে যেতে পারতাম। তখন আমি কোনো অবদান রাখতে পারতাম না।’