নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি ও ব্যক্তিগত কারণে লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলছেন না তামিম ইকবাল। এমনকি আগামী ছয় মাসও বাংলাদেশের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণে দেখা যাবে না তাকে। এই ওপেনারের বিশ্বাস, তরুণরা এই সময়ে পারফর্ম করবে এবং তার আর দলে ফেরার প্রয়োজন হবে না।
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তামিম। যদিও তামিমকে ফেরাতে কয়েক দফা অভিজ্ঞ এই ওপেনারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বোর্ড কর্তারা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।
তিনি বলেন,”আগামী ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি না। আশা করব এই ছয় মাসে তরুণ ক্রিকেটাররা বা যারা আমার পজিশনে খেলবে তারা এমন পারফর্ম করবে যে, আমার আর দরকার পড়বে না।”