https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের বিশ্বকাপ ইতিহাসে সেরা দলটাই এবার ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল। এমন হিসেব অনেকে কষলেও পারফরম্যান্সের দিকে তাকালে তা নেহাতই মুখের কথা বলে মনে হবে। সিনিয়র পাঁচ ক্রিকেটারদের সাথে তরুণদের যে সংমিশ্রণ দেখা গিয়েছে দলে সেটার প্রতিফলন ম্যাচে দেখা গিয়েছে যত সামান্যই।
ব্যাট হাতে সৌম্য, লিটন কিংবা সাব্বিরদের দিকে তাকালে হতাশাই ভেসে উঠবে চোখের সামনে। অন্যদিকে মুস্তাফিজ কিংবা সাইফউদ্দিনরা খানিক ঝলক দেখালেও দারাবাহিকতার অভাগ ছিল স্পষ্ট। আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলে হয়তো আরও থাকতে পারে তারুণের আধিক্য। তবে দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মাশরাফির ভাষ্য তাদের দোষ দিয়ে লাভ নেই।
মাশরাফি বলেন, ‘শুধুমাত্র তাদের দোষ দিয়ে লাভ নেই। তারা চেষ্টা করেছিল। বিশ্বকাপের মত বড় মঞ্চে ভালো করা সহজ কথা নয়। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তারা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের মত হবে আশা করি।’
এদিকে নিজেদের পারফরম্যান্স বিচার করতে গিয়ে মাশরাফি জানান, ‘ভারতের বিপক্ষে ম্যাচেও আমাদের সেমি ফাইনালের আশা ছিল। সেরা পাঁচে যাওয়ার সুযোগ ছিল শেষ ম্যাচতা জিততে পারলে হয়তো যেতে পারতাম। সবার প্রতাশাই ছিল সেরা চারে থাকা। চারে যেতে না পারলে বিশ্বকাপ অর্থহীন হয়ে পড়ে।’