নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুশফিকুর রহিম নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটরক্ষকদের একজন পরিসংখ্যান ঘাটলে পরিসংখ্যান সে কথাই বলে। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের সকল উইকেট রক্ষকদের ছাড়িয়ে বর্তমানে বিশ্ব সেরাদের কাতারে নিজেকে নিয়েছেন তিনি। তবে বর্তমান সময়ে এসে সমালোচনার মুখে পড়েছেন তার কিপিং নিয়ে বিশেষ করে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে রানআউট মিস করা নিয়ে।
আসন্ন ভারত সফরের জন্য ইতিমধ্যেই টি-২০ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে আগামী দুই তিন দিনের মাঝেই ঘোষণা করা হবে ভারত সফরের জন্য টেস্ট স্কোয়াড। তবে টেস্ট স্কোয়াড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাজশাহী ডিভিশনের হেডকোচ আব্দুল করিম জুয়েল । ভারত সফরের দলে এবার রাখতে হবে একজন অতিরিক্ত উইকেট রক্ষক। এবারের এনসিএলে রাজশাহী বিভাগের হয়ে খেলছেন তিনি। তবে এবারের এনসিএলে উইকেট কিপিং করছেন না মুশফিক। আর যেকারনে একজন অতিরিক্ত উইকেট রক্ষক খেলাতে হচ্ছে রাজশাহী কোচকে।
রাজশাহী ডিভিশনের কোচ আব্দুল করিম জুয়েল মনে করেন এবারের ভারত সফরের টেস্টে গ্লাভস হাতে দেখা যাবে না তাকে তবে ওয়ানডে ও টি-২০ তে নিয়মিতই দেখা যাবে মুশিকে । তিনি বলেন, ‘ এবারের ভারত সফরে গ্লাভস হাতে দেখা যাবে না মুশফিককে। আর যেকারনে টেস্ট স্কোয়াডে অতিরিক্ত একজন উইকেটরক্ষক ভাবতে হবে নির্বাচকদের। যেহেতু সে টেস্টে কিপিং করবে না তাই তাকে ফিল্ডিংয়ে গুরুত্ব দিতে হবে। আমরা তাকে সেই সুযোগটা দিচ্ছি। সে উইকেট কিপিং না করায় আমাদের অতিরিক্ত একজন উইকেট কিপার খেলাতে হচ্ছে। ‘
তথ্যঃ বাংলাওয়াশক্রিকেট