নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দৈন দশা আজকের নয়। টেস্ট ক্রিকেটের শুরু থেকেই এই ফরমেটটি বাংলাদেশের এক তিক্ততার নাম। নিয়মিত টেস্ট না খেলা, কিছু ক্রিকেটারের টেস্ট ক্রিকেটের প্রতি অনিহার কথা খবরের শিরোনামন হয়েছে বারবার।
টেস্ট ক্রিকেটে সদ্য আগত আফগানিস্তানের সাথে হারের পর আবার সর্বশেষ ভারতের কাছে ২ টেস্টেই ইনিংস ব্যাবধানে হার। গোলাপি বলের বর্নিল আয়জনের মাঝে ক্রিকেটারদের মলীন পারফরম্যান্স আবারও প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশ ক্রিকেটকে।
টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা নেই কারও। তবুও সেই খারাপের ভালো হয়ে ২০১৯ সালের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৩৩২ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ টেস্টের ১০ ইনিংসে ৩৩.২০ গড়ে এই রান করেন তিনি। রান করেও যেনো পাদপ্রদীপের আলোয় কখনই দেখা যায়না তাকে।
এ ছাড়া ২টি টেস্টে ৪ ইনিংসে ২৭৮ রান করে ২য় অবস্থানে তামিম ইকবাল৷ তৃতীয় স্থানে আছেন সৌম্য সরকার ৩ ম্যাচে ৬ ইনিংসে করেন ২৩০ রান।
ক্রিকেটের এই বড় সংস্করণে মৌসুমটি মোটেও ভালো কাটেনি মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের৷ ৩ ম্যাচের ৬ ইনিংসে ব্যাটিং করে ৩৪ গড়ে করেছেন মাত্র ২০৪ রান। যা তার নামের পাশে বড্ড বেমানান বটে।