ঢাকায় পৌঁছালেন নিক্সন-কবিররা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পূর্ণতা পেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটিতে আজই যোগ দিয়েছে প্রধান কোচ পল নিক্সন ও বোলিং কোচ কবির আলী।

চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। বিদেশী ক্রিকেটাররা এখনো যোগ না দিলেও, দেশী ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলটি।

অভিজ্ঞ ও তরুণ মিশেলে দেশি-বিদেশি প্লেয়ারদের নিয়ে দারুণ এক দল গড়েছে বন্দরনগরীর এ দলটি। দেশিদের মধ্যে রয়েছে মাহমুদউল্লাহ-ইমরুল কায়েস-রুবেলরা। আর বিদেশিদের মধ্যে রয়েছে গেইল-সিমঞ্চ-ইমাদরা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ-

দেশিঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, জুনায়েদ সিদ্দিকী ও নাসুম আহমেদ।

বিদেশিঃ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে) ও মোহাম্মদ মুসা (পাকিস্তান)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »