নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপের বাকি অংশে খেলতে বেক্সিমকো ঢাকার দলে যোগ হয়েছে অলরাউন্ডার আল আমিন জুনিয়র। তিনি আজ ঢাকার অনুশীলনে যোগ দেন।
তিনি মূলত আরেক পেসার মেহেদি হাসান রানার পরিবর্তনে ঢাকার দলে যোগ দিয়েছে। রানা শুরু থেকেই ঢাকার হয়ে খেলে আসছিলেন। প্রথম দুই ম্যাচ সুযোগ পেলেও ভালো কিছু করতে পারেননি।
তাই প্রথম দুই ম্যাচের পর তার আর খেলার সুযোগ হয়নি। কিন্ত তিনি বায়ো-বাবলে থাকার পরেও গত কয়েকদিন ধরে ঠান্ডা -জ্বরে ভুগছেন। ফলে টিম ম্যানেজমেন্ট তার ব্যাপারে ঝুঁকি না নিয়ে তাকে বায়ো-বাবলের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। তার বদলি হিসেবেই মূলত আল আমিন জুনিয়র (বাবুকে) দলে অন্তর্ভুক্ত করা।
৩৬ ম্যাচে ৩৪৩ রানের সঙ্গে ডানহাতি অফ ব্রেকে তাঁর ঝুলিতে রয়েছে ৫টি উইকেট। ঢাকা শুরুর টানা ৩ ম্যাচ হারে। এরপর বাকি ৩ ম্যাচ জিতে এখন টেবিলের ৩ নাম্বারে আছে।
নিউজক্রিকেট/আরআর