ঢাকা বিভাগের বিপ টেস্টে সর্বোচ্চ নম্বর মানিকের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন জাতীয় ক্রিকেট লীগের খেলা শুরু হচ্ছে আগামী ১০ই অক্টোবর থেকে। তবে এবার জাতীয় লীগের আগে খেলোয়াড়দের দিতে হচ্ছে অগ্নি পরীক্ষা। এ মৌসুমে জাতীয় লীগে ফিটনেস নিয়ে বেশ কঠোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল জাতীয় লীগ খেলতে হলে একজন খেলোয়াড়কে অবশ্যই বিপ টেস্টে ১১ নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে গত মৌসুমে পাশ মার্ক ছিল ৯।

ঢাকা বিভাগের বিপ টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। যেখানে অনেক বড় বড় নাম বিপ টেস্টে পাশ নম্বর পেতে হিমশিম খেয়েছেন সেখানে বিপ টেস্টকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা ডিভিশনে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ডানহাতি পেসার আলী আহমেদ মানিক।

ডানহাতি এই পেসার ১২.৮ নম্বর পেয়ে বার্তা দিয়ে রাখলেন নিজেকে নতুন ভাবে প্রমাণ করার। মূলত কঠোর পরিশ্রমই তাকে এমন ফলাফল এনে দিয়েছে। ঢাকা ডিভিশনে বিপ টেস্টে আটকে গেছেন অনেক ক্রিকেটারই অথচ মানিক সবাইকে ছাড়িয়ে গেছেন।

এ ব্যাপারে আলী আহমেদ মানিক নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘গত বছর এনসিএলে আমি ইনজুরি আক্রান্ত ছিলাম। কিন্তু বিগত ৬ মাস দুজন ব্যক্তিগত ট্রেনার নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, ফিটনেস লেভেল এখন অনেক ভালো। আর এতে আত্মবিশ্বাসী আমি। ইনশাল্লাহ সুযোগ পেলে অবশ্যই নিজেকে মেলে ধরার চেষ্টা থাকবে।’

ন্যাশনাল ক্রিকেট লীগে নিজেকে প্রমাণ করতে পারলে সামনের বিপিএলে অবশ্যই ভালো একটি সুযোগ আসতে পারে এ ব্যাপারে আপনার নির্দিষ্ট চিন্তাভাবনা আছে কি না এমন প্রশ্নে মানিক বলেন, ‘অবশ্যই ভালো সুযোগ আসবে। কিন্তু আমি এখন কেবল এনসিএল নিয়েই চিন্তা করছি। আমি এনসিএলে ভালো করতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »