নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ইমার্জিং দলের টেস্ট সিরিজ ড্র হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত হওয়া সিরিজের শেষ চার দিনের ম্যাচটি মূলড বৃষ্টিতেই ড্র হয়েছে। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচটি আজ ড্র ঘোষণা করা হয়েছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিও ড্র হয়েছে। যার ফলে টেস্ট সিরিজটি অমীমাংসিত ভাবেই শেষ হল। প্রথম টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ৭ উইকেট লাভ করেন নাঈম হাসান। জাতীয় দলের ম্যাচ থাকায় এই টেস্টে ছিলেন না নাঈম।
ইমার্জিং দলের সিরিজের শেষ টেস্টে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন আফিফ হাসান ধ্রুব। প্রথম টেস্টে ফিফটির দেখা পেলেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হওয়া আফিফ এ টেস্টে সেঞ্চুরি করেছেন। তার ইনিংসে ছিল ১১ টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারি। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠে গড়ায় নি।
দ্বিতীয় দিনে খেলা হয় ২৩ ওভার। ৫৭ রানে ৩ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তের দল। তৃতীয় দিনে খেলা আবার মাঠে গড়ালে সেঞ্চুরি তুলে নেন আফিফ। আর অধিনায়ক শান্ত ৮৮ রানে অপরাজিত থাকেন। এর পরে আজ চতুর্থ দিনেও বৃষ্টির জন্য খেলা না হলে দু দলই ড্র মেনে নেয়।