ডিন জোন্সের একাদশে চারজন থেকে কমে দুইজন বাংলাদেশী কেন?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। টিভি চ্যানেলটিতে বরাবরের মত এই বিশ্বকাপেও ক্রিকেট বিশ্লেষণ করার জন্য আলাদাভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে রয়েছেন ডিন জোন্স।

উক্ত বিশ্লেষণমূলক অনুষ্ঠানে বিশ্বকাপে সেরা পারফর্মারদের নিয়ে একাদশ বাছাই করেছেন  অজি ক্রিকেট বিশ্লেষক ডিন জোন্স। জোন্সের বাছাই করা একাদশে বাছাই করা একাদশে প্রথমবার চারজন বাংলাদেশী থাকলেও কয়েক ঘণ্টার ব্যবধানে সেখান থেকে উধাও হয়ে গেছে দুইজন বাংলাদেশী ক্রিকেটারের নাম!

স্টার স্পোর্টসের অনুষ্ঠানে এসে বিশ্লেষণ করেই এই একাদশ পরিবর্তন করেছেন বলে জানান জোন্স। পরিবর্তিত একাদশে মুশফিকুর রহিম এবং সাইফউদ্দিনের বদলে একাদশে অন্তর্ভূক্তি হয়েছে হার্দিক পান্ডিয়া এবং জস বাটলারের।

জোন্সের বাছাই করা প্রথম একাদশঃ রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, বাবর আজম, মুশফিকুর রহিম, বেন স্টোকস, মোহাম্মদ সাইফউদ্দিন, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল।

পরিবর্তিত একাদশঃ রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, বাবর আজম, জস বাটলার, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »