ডক্টর ইউনুসের সাথে জাতীয় দলের সাক্ষাৎ কাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাপ্তাহ দুয়েক আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে শান্তদের।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানে ইতিহাস গড়া সিরিজের নায়কদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকবেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদও।

দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই নিশ্চিত করে বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাদেশের প্রথমবার ধবলধোলাইয়ের অভিজ্ঞতা এটি। তখনই শান্তকে ফোন করে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »