https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল (৫ সেপ্টেম্বর) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদেখেলে থাকেন রশিদ খান। তবে জাতীয় দলের হয়ে দুইজনই এখন প্রতিপক্ষ।
সাকিবের বিপক্ষে টেস্ট খেতে পেরে রোমাঞ্চিত বোধ করছেন রশিদ এমনতাই জানালেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। রশিদের ভাষ্য, ‘আমাদের সামনে মজার অভিজ্ঞতা অপেক্ষা করছে নিশ্চয়ই! সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিবের সাথে দুর্দান্ত দুটি বছর কাটিয়েছি। আমরা খুবই ভালো বন্ধু হওয়াতে মাঠের বাইরে ভালো সময় কাঠে আমাদের। টেস্টে সাকিবের মুখোমুখি হবার সম্ভাবনায় আমি রোমাঞ্চিত। ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে খেলতে নামলে সবচেয়ে কম বয়এ টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করার রেকরড গড়বেন রশিদ। এই প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমার জন্য এটা বিশাল একটি অর্জন। এত কম বয়সে দেশের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব।’
চট্টগ্রাম টেস্টে যে ব্যাটসম্যানদের জন্যকঠিন সময় অপেক্ষা করছে সেই বার্তাও দিয়ে রাখলেন তিনি। ‘এই টেস্টে স্পিনারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদের। কিন্তু উইকেট নিতে হলে স্পিনারদের লাইন-লেন্থ বজায় রেখেই বল করতে হবে। দুই দলের ব্যাটসম্যানদের জন্য যে কঠিন সময় অপেক্ষা করছে এটা নিশ্চিত। যে দলের ব্যাটোসম্যানরা মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানরাই পার্থক্য গড়ে দিবে বলে আমার মনে হয়।’