টেস্টে ব্রডের ৪৫০ উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যাশেজ সিরিজ দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। এই অ্যাশেজ সিরিজ অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দলের জন্য অনেক মর্যাদার তার ওপর এটির পয়েন্ট প্রভাব ফেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপর। তাই দুই দল অনেক বেশি মনোযোগী হবে এটাই স্বাভাবিক।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অজিরা ব্যাটিং বিপর্যয়ে পড়েও স্টিভ স্মিথের ব্যাটিংয়ে ভড় করে ২৮৪ রানে গিয়ে অর আউট হয়ে যায়। এরপর প্রথম ইনিংসে ইংলিশর ৩৭৪ রান করে। লিড নেয় ৯০ রানের। ২য় ইনিংসে অষ্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে ২টি উইকেট হারিয়ে বসে। অষ্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয় ১৩ রানের মাথায় ডেভিড ওয়ার্নার আউট হয়। ওয়ার্নারকে আউট করেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। স্টুয়ার্ট ব্রডের বলে ও জনি বেরিস্টোর ক্র্যাচে আউট হন ওয়ার্নার। এই উইকেটের মধ্য দিয়ে স্টুয়ার্ট ব্রড ৪৫০ উইকেট নেবার মাইলফলক স্পর্শ করেন।

স্টুয়ার্ট ব্রডের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালের ৯ ডিসেম্বর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনি চলতি অ্যাশেজের প্রথম টেস্ট নিয়ে ১২৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে তিনি ১২৮টি ম্যাচ ও ২৩৫টি ইনিংস খেলেছেন। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার: ৮/১৫ ও এক টেষ্টের তার সেরা বোলিং ফিগার: ১১/১২১। তিনি টেস্টে ৫ উইকেট নিয়েছেন ১৭ বার ও ১০ উইকেট ম্যাচে পেয়েছেন ২ বার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »