টেস্ট চ্যাম্পিয়নশিপকে যেভাবে দেখছেন মুমিনুল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাদা পোশাকে বাংলাদেশ দলের নিয়মিত মুখ মুমিনুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মুখিয়ে আছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এর যাত্রা শুরু হলেও এর আগে আফগানদের বিপক্ষে ম্যাচ বেশ কাজে দিবে বলে মত তার।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচতি অন্তর্ভূক্ত হচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। তবে নভেম্বরে ভারতের মাটিতে লঙ্গার ভার্সনের যে সিরিজটি রয়েছে সেটা দিয়েই মূলত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শুরু কবে নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ।

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘরের মাটিতে টাইগাররা আফগানদের বিপক্ষে যে টেস্টটি খেলবে সেটাকেই ভারত সফরের প্রস্তুতি হিসেবে নিতে চাচ্ছে বাংলাদেশ। কেননা উপমহাদেশের কন্ডিশনে ম্যাচ দিয়েই যেহেতু শুর হচ্ছে এই টুর্নামেন্ট তাই আফগানদের বিপক্ষে স্পিন সামাল দিয়ে নিজেদের পরিপক্ক করতে চায় টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে মুমিনুলের ভাষ্য, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে যেটা বললেন যে এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় সুযোগ। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আমার মনে হয়। ভারত খুব শক্তিশালী প্রতিপক্ষ সেটা আগেই বলেছি। এর আগে স্পিন অ্যাটাকের বিরুদ্ধে খেলাটা আমাদের জন্য ভ্লো হবে বলেই মনে করছি। কারন উপমহাদেশে তাদের স্পিন অ্যাতাক ভয়ঙ্কর। এদিক দিয়ে চিন্তা করলে এটা আমদের জন্য বেশ ভালো সুযোগ।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের দূরে থাকার প্রসঙ্গে তিনি জানান, ‘মেন্টালি একটু শক্ত থাকা আর ফিট থাকতে হবে। তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এটার সাথে আসলে অভ্যস্ত হয়ে গেছি। চারদিনের ম্যাচ খেলেছি কিছুদিন আগেও। বিষয়টা কঠিওভাবে নিলে কঠিনই মনে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »