নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের ক্রিকেট এখন বন্ধ রয়েছে। কবে নাগাদ এই ক্রিকেট মাঠে গড়াবে সেটাও নিশ্চিত নয়। এরই মধ্যেই টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
টেস্ট দল থেকে নিজের জায়গা হারানো এই অলরাউন্ডার ভাবছেন লাল বলে মাঠে ফেরার জন্য সম্পূর্ণ তৈরি আছেন এমন যদি হয় যে কালকেই ম্যাচ এবং সেই ম্যাচে যদি ডাক পান সেটার জন্যও তিনি প্রস্তুত।
এ বিষয়ে ইংলিশ এই অলরাউন্ডার বলেন, “সত্যি
বলতে আমি এখন প্রস্তুত। নিজের পারফরমেন্স দিয়েই দলে জায়গা করে নিতে
হবে। যদি প্রস্তুতির দিক বলা হয় তবে বলবো কালকেই যদি একটি টেস্ট ম্যাচ থাকে এবং আমাকে ডাকা হয়, আমি বলব আমি রেডি।”
ফর্মহীনতার কারণে গত অ্যাশেজের মাঝপথে
টেস্ট দল থেকে বাদ পড়েন মঈন। এরপর লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকেও তার নাম দেখা যায় নি। তারপর নিজেই সিদ্ধান্ত নেন এই
ফরম্যাট থেকে বিরতিতে যাওয়ার জন্য। যদিও সীমিত ওভারের ম্যাচে নিয়মিতই খেলেছেন এই অলরাউন্ডার।
নিউজ ক্রিকেট/ এসএএস