টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে ফার্গুসনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট স্কোয়াডের নতুন মুখ লকি ফার্গুসন, ফিরেছে টড অ্যাস্টল। তাছাড়া ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে অধিনায়ক কেন উইলিয়ামসন।

কিউই দলপতি ইঞ্জুরির কারণে ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। তার আগে শ্রীলঙ্কার সাথেও ছিলেন না তিনি। তবে এবার ইঞ্জুরি কাটিয়ে অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন তিনি। উইলিয়ামসনের নেতৃত্বে টেস্টে অভিষেক হতে যাচ্ছে কিউই গতি দানব লকি ফার্গুসনের।

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে এ ২৮ বছর বয়সী ফাস্ট বোলারের ৩৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। তাছাড়া তিনি ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। তাই প্রথম বারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডঃ

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, হেনরি নিকোলাস, রস টেইলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও নেইল ওয়েগনার।

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সূচিঃ

১ম টেস্ট- ২১ নভেম্বর থেকে, মাউন্ট মাউঞানুই
২য় টেস্ট- ২৯ নভেম্বর থেকে, হ্যামিল্টন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজের সূচিঃ

১ম টেস্ট (দিবারাত্রি)– ১২ ডিসেম্বর থেকে, পার্থ
২য় টেস্ট- ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্ন
৩য় টেস্ট- ৩ জানুয়ারি থেকে, সিডনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »