টুর্নামেন্ট শেষ হবার আগেই অবসরের ঘোষণা দিলেন হামিদ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে আফগানিস্তান দল এসেছে বাছাই পর্ব খেলে। নিজেদের শক্তির প্রমাণ দিয়েই বিশ্বকাপে অংশ নেয়া দলটির জন্য এটি ছিল দ্বিতীয় বিশ্বকাপ। তবে বিশ্বকাপে যে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা আফগানিস্তানের চেয়ে ভালো টের পায়নি কোনো দল।

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর আফগানিস্তান দলের বিশ্বকাপ স্কোয়াডে যিক্ত হয় পেসার হামিদ হাসানের নাম। গত বিশ্বকাপে আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হামিদ এবারের বিশ্বকাপেও অপেক্ষায় ছিলেন দলকে ভালো কিছু উপহার দেয়ার। তবে ইংল্যান্ডের উইকেটে খুব বেশি ঝাঁঝ দেখাতে পারেননি তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে একাদশে থাকলেও বাদ পরেছিলেন পরের তিন ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই ওভার করেই মাঠের বাইরে ছিটকে যায় হামিদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে আর মাঠে নামা হয়নি তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে ম্যাচটি হাতছাড়া করেছে আফগানরা। হামিদের বিশ্বাস ছিল সে বল করতে পারলে হয়তো ফলাফল নিজেদের পক্ষ নিয়ে আসতে পারতেন।

সেই আক্ষেপ থেকেই হয়তো ক্রিকেটকেই বিদায় জানালেন ৩২ বছর বয়সী এই পেসার! নিজের অবসর সম্পর্কে তিনি জানান, ‘দলের জন্য অবশ্যই ম্যাচটি জিততে চেয়েছিলাম। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নেমেছিলাম (পাকিস্তানের বিপক্ষে)। ভালো মুডেউ ছিলাম। প্রথম ওভারে যে বল করেছিলাম সেতা ধরে রাখার চেষ্টা করেছিলাম। হঠাতই আমার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করি। খুব আবেগপ্রবন হয়ে পড়েছিলাম তখন। দল আমাকে তখন খুনই মিস করছিল। পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারতো।’

আফগান এই পেসার তার ওয়ানডে ক্যারিয়ারে ৩৮ ইনিংস বল করে নিয়েছেন ৬২টি। তার সেরা বোলিং ফিগার ৪৫ রানের বিনিময়ে ৫ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »