টি২০ ক্রিকেটের যুগেও যারা ছিলেন মিতব্যয়ী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি২০ ক্রিকেট, নামটা শুনলেই যেনো ভিতর থেকে একটাই ডাক আসে সেটা চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু সেই ছক্কা বৃষ্টিকেও যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিন ব্যাটসম্যানদের। তাদেরকেই বলা হয় ক্রিকেটের সৌন্দর্য।

১/ মেগান স্কটঃ অবাক করা বিষয় হলেও সত্যি, মিতব্যয়ী বোলারের তালিকায় সবার উপরের নামটা এক নারীকে ক্রিকেটারের। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সবথেকে কিপ্টে বোলারের তালিকায় সবার উপরেই আছে এই অস্ট্রেলিয়ান নারী পেসার। ক্যারিয়ারে মাত্র ২৪টি ম্যাচ খেলেই শিকার করেছেন ৪০ উইকেট। ইকোনমি মাত্র ৫.৫৭।

২/ ড্যানিয়েল ভিট্টরিঃ আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১৫ সালে বিদায় জানালেও টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে। ক্যারিয়ারে ৩৪টি টি২০ ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিলেও কিপ্টে বোলিং এ নজর কেড়েছেন সবার। মাত্র ৫.৭০ ইকোনমি রেটে বল করেছেন এই কিউই বোলার৷

৩/ ইমাদ ওয়াসিমঃ টি২০ ক্রিকেটের ৬ এর নিচে ইকোনমি রেট নিয়ে খেলা তৃতীয় এবং সর্বশেষ বোলার এই পাকিস্তানি রিক্রুট। ২০১৫ সালে অভিষেক হওয়া এই বোলার ৩৫ ম্যাচে শিকার করেছেন ৩৯টি উইকেট। ইকোনমি রেটও ৬ এর নিচে মাত্র ৫.৮৬।

৪/ সুনীল নারইনঃ কিপ্টে বোলারদের তালিকায় চতুর্থ নাম এই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারের। ক্যারিয়ারে ৫১টি টি২০ ম্যাচ খেলে ৫২টি উইকেট নিলেও কিপ্টে বোলিং এ তার জুড়ি মেলা ভার। ক্যারিয়ারের ইকোনমি রেট মাত্র ৬.০২।

৫/ রশিদ খানঃ ছোট দেশের বড় খেলোয়াড় বলতে যা বুঝায় সেটাই রশিদ খান। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। মাত্র ৪২টি টি২০ ম্যাচ খেলে ৮১টি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনিই বিশ্বের এক নাম্বার বোলার। উইকেটের নেয়ার সাথে তিনি দলের একজন কিপ্টে বোলারের ভূমিকাও পালন করেন। পুরো ক্যারিয়ারে তার ইকোনমি মাত্র ৬.১৩।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »