টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ওয়ার্নার!

কে এম আবু হুরায়রা »

টি২০ ক্রিকেটের যখন রমরমা অবস্থা ঠিক তখনই নিজেকে টি২০ ক্রিকেট থেকে সরিয়ে নিতে চাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার৷ মুলত টেস্ট এবং ওডিআই ক্রিকেটকে চালিয়ে যেতেই কিনা দ্রুত টি২০ থেকে সরে যাওয়ার কথা ভাবছেন তিনি।

৩ ফরমেটে একসাথে চালিয়ে যাওয়ায় পরিবারকে খুব একটা সময় দিতে পারেননা ওয়ার্নার৷ তাই পরিবারকে সময় এবং ক্রিকেটের অন্য দুই ফরমেটে নিজেকে আরও দীর্ঘদিন ধরে রাখতেই কিনা ওয়ার্নার সরে দাড়াবেন টি২০ থেকে।

অথচ মারকাটারি ব্যাটিংয়ের জন্য টি২০ ক্রিকেট থেকেই যার আবির্ভাব সেই কিনা সবার আগে ছেড়ে দেবে টি২০ ক্রিকেট! ২০০৯ সালের জানুয়ারী মাসে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজেই যকর অভিষেক হয়েছিল। এর পর অস্ট্রেলিয়ার হয়ে ৩ ফরম্যাটেই নিজেকে নিয়ে গেছেন সেরা উচ্চতায়৷

সাম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ ‘ অ্যালান বোর্ডার পদকে’ ভূষিত হওয়ার পর এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ডেবিড ওয়ার্নার। ওয়ার্নার বলেন, ” টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা আছে। আগে দেখি আমাদের ক্রিকেট সূচি কেমন। তিন ফরমেটে খেলা চালানো সম্ভব হচ্ছেনা। আমার ৩ সন্তান, আমার স্ত্রীই ওদের দেখাশুনা করেন৷ ক্রিকেটের জন্য দেশ বিদেশেই থাকতে হয় বেশী। তাই যদি কোন ফরমেট থেকে সরে দাড়াতেই হয় তবে টি২০ ক্রিকেটকেই বেছে নেবো। এমনিতেও এবার বিগব্যাশে কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হইনি। নিজের মন ও শরীরকে বিশ্রামের জন্য এই সময়কেই বেছে নিয়েছি। “

তিন ফরমেটে খেলতে গিয়ে জীবনে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে ওয়ার্নারকে। অনেক কিছুই হয়তো সবাই জানেনা। ওয়ার্নার বলেন, “(আমার জীবনে) অনেক কঠিন সময় পার করে আসতে হয়েছে। আমার স্ত্রীর দুবার গর্ভপাত হয়েছে। ক্রিকেটের বাইরেও জীবনের অনেক কিছুই ঘটেছে। যেগুলো আমাকে সামাল দিতে হয়। আর আমি তা করতে পেরেছি৷ “

তবে তিনি যারা তিন ফরমেটেই খেলেছেন তাদের প্রশংসাও করেছেন। ” তিন ফরমেটে খেলে যাওয়া সত্যিই কষ্টকর। যারা তিন ফরমেটে খেলে যাচ্ছে তাদের জন্য শুভকামনা। বীরেন্দ্র শেহবাগ, এবিডি ভিলিয়ার্স যারা তিন ফরমেটেই নিয়মিত খেলেছে তারা জানে বিষয়টি কত চ্যালেঞ্জিং। “

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »