টিম ম্যানেজমেন্ট ও সতির্থদের তামিমের ধন্যবাদ

মারুফ ইসলাম ইফতি »

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর দেশসেরা ওপেনার একদিনের ক্রিকেটে তিন অঙ্কের দেখা পেয়েছেন।নিঃসন্দেহে তামিম ইকবালের জন্য অনেক বড় স্বস্তির এই শতক।তামিমের ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংসের দিনে তামিমের সঙ্গী হয়েছে একগাদা রেকর্ড।১৫৮ রানের অনবদ্য ইনিংসের দিনে দল জিতেছে ৪ রানের ব্যবধানে।

তামিমের এই অসাধারণ ইনিংসের জন্য টিম ম্যানেজমেন্ট ও সতির্থদের থেকে ধন্যবাদ পেতেই পারেন তামিম।তবে দারুণ এই ইনিংসের পর টিম ম্যানেজমেন্ট ও সতির্থদের উল্টো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম।আজকের ম্যাচের এই পারফরম্যান্স এর জন্য দলের সতির্থ ও টিম ম্যানেজমেন্টের অবদানের কথা অকপটে স্বিকার করে ম্যাচ চালাকালীন সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে।

১৫৮ রানের অসাধারণ ইনিংস খেলে ফিরে আসার পর সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন:
আমি আমার টিম ম্যানেজমেন্ট ক আমার সতির্থদের ধন্যবাদ দিতে চাই।আজ শুরু থেকে ভাল ব্যাট করছিলাম আর শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে সক্ষম হয়েছিলাম।শুরুর দিকে ভাগ্যও আমার সহায় ছিল আর সেটাই আমাকে ইনিংস বড় করতে সাহায্য করেছে।

উল্লেখ্য একদিনের ক্রিকেটে তামিমের সময়টা খুব একটা সুখকর ছিল না সর্বশেষ কিছু ইনিংসে,যার ফলে সমালোচকদের সমালোচনার তীর খুব বাজেভাবে আঘাত করছিল তামিমকে।খারাপ এই সময়টায় তামিমের প্রতি ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট ও সতির্থরা,আর তাই আজকের এই ইনিংসের শেষে সতির্থ ও টিম ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাতে কৃপন্য করেননি দেশসেরা এই ওপেনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »