কে এম আবু হুরায়রা »
গত জানুয়ারী মাসে প্রথম দফায় পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের টি২০ সিরিজে বাংলাদেশ ফিরে এসেছে খালি হাতেই। সেরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে, বলে বা ফিল্ডিংয়ে কোন লড়াই করতে পারেনি বাংলাদেশ। তার উপর শেষ ম্যাচটিও ভেস্তে গেছে বৃষ্টির বাধায়। টসও হতে পারেনি প্রকৃতির এই করুন দশায়।
তবে শ্রীলঙ্কা সিরিজের মত এবারও এই বৃষ্টির কারনে দর্শকদের মাটি হয়ে যাওয়া আনন্দ আবারও ফিরিয়ে দিবে পিসিবি৷ আনন্দের কোন ফেরত হয়না সত্যি, তবে টিকিটের টাকা ফেরত দিয়ে কিছুটা হলেও মুখে হাসি ফোটানোর চেষ্টা করচে পিসিবি।
এর আগেও শ্রীলঙ্কা সিরিজে এভাবে টিকিটের টাকা ফেরত দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এবার টিকিটের টাকা ফেরত দিতে গেলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে দর্শকদের।
রিফান্ড পলিসি মেনেই টিকিটের টাকা ফেরত দিবে বলে জানিয়েছে পিসিবি৷ যেখান থেকে টিকিট সংগ্রহ করেছে সেখানেই টাকা পাবে দর্শকরা।