টি-২০ তে অভিষেক ঘটতে যাচ্ছে হামিশ বেনেটের

সাজিদা জেসমিন »

হামিশ বেনেট; নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ উপস্থিতির প্রায় তিন বছর পর, পরবর্তী সপ্তাহে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হতে যাচ্ছেন। বুধবার (১৫ জানুয়ারী) ৩২ বছর বয়সী এই মিডিয়াম-ফাস্ট বোলারকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলটির চলমান ইনজুরি সংকট সামাল দেওয়ার জন্যই বেনেটের পুনরায় দলে অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া ট্যুরে ইনজুরিতে পড়া ট্রেন্ট বোল্ট এবং লকি ফার্গুসনের পাশাপাশি নিউজিল্যান্ড এ-ই সিরিজে মিস করবে ম্যাট হেনরি, ডগ ব্রেসওয়েল, উইল ইয়াং, অ্যাডাম মিলনে, টম ল্যাথাম, সেথ রেঞ্চ কে।

বেনেটসহ কিউইদের আক্রমণভাগে রয়েছেন টিম সাউথি, স্কট কুগেলেইজন এবং ব্লেয়ার টিকনার। ইশ সোধি এবং মিচেল সান্টনার দুজন স্পিনার। প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন মন্তব্য করেন – বেনেটের স্কোয়াডে অন্তর্ভুক্তি দলের জন্য উপহারস্বরূপ। কেননা, সম্প্রতি সে সুপারস্মাশ টি-২০ লিগ খেলেছে যেখানে সে ১০ম্যাচে ১৪টি উইকেট নিয়েছে।

তিনি বলেন – ‘আমরা হামিশের ফিরে আসায় অত্যন্ত খুশি, যেটি ভারত সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত কয়েক সিজনে সে সাদা বলের ফরমেটে সেরাদের একজন ছিলো, এবং আমরা তার পারফরম্যান্সে মুগ্ধ। আমরা সবাই জানি সে ভালো পেস এবং বাউন্স করে, এবং তার দুর্দান্ত ভ্যারিয়েশনের কারণে সে নিজেকে একজন ভালো টি-২০ বোলার হিসেবে উন্নীত করেছে। ‘

ভারত সফরে নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াড :

কেন উইলিয়ামসন(অধিনায়ক), হামিশ বেনেট, মার্টিন গাপটিল, স্কট কুগেলেইজন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউথি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, টম ব্রুশ(ম্যাচ ৪-৫), কলিন ডি গ্রান্ড হোম ( ম্যাচ ১-৩)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »