নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগেই নানাধরণের জটিলতার মুখে পড়ছে পাকিস্তান দল। কয়েক ক্রিকেটারের করোনা পজেটিভ তারপর কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙ্গায় পুরো দলকে দেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছিল নিউজিল্যান্ড সরকার।
এসব ঝামেল শেষ হতে না হতেই আবার অনুশীলন শুরু করার পর পরই দলটিতে বড় বিপদ হয়ে আসে অধিনায়ক বাবর আজমের ইনজুরি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাতের ইনজুরিতে থাকা বাবর খেলতে পারবেন না। রবিবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান তিনি। ১২ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। আজ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজে লড়বে নিউজিল্যান্ড-পাকিস্তান। ৩ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। প্রথমটি হবে ২৬ ডিসেম্বর।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
শাদব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ।