নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ৩০ রানে জয় লাভ করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেলো ক্যারিবিয়ান’রা। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।
টসে হেরে ক্যাবিয়ানদের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ব্রেন্ডন কিং ও লুইস। শুরুটা ভালো শুরু করতে পারেনি দু ওপেনার। দলীয় ৪ রানে, ৪ রান করে মুজিবের বলে আউট হয়ে ফিরে যান কিং। তবে অপর ওপেনার থেমে থাকেননি, খেলেন দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। ৪১ বলে ৪ চারে ও ৬ ছয়ে ৬৮ রান করে আউট হয়ে ফিরে যান। তখন দলীয় রান ১১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান। লুইস ছাড়া অন্য কেউ অর্ধশতকের দেখা না পেলেও অধিনায়ক পোলার্ড করেন দ্বিতীয় সর্বোচ্চ রান। ২২ বলে ২ চারে ও ১ ছয়ে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফলে উইন্ডিজ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান স্কোরবোর্ডে জমা করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের ন্যায় দলীয় ৪ রানে রহমানুল্লাহ গোবরাজের (০) উইকেট হারায় আফগান’রা। প্রথম আঘাত হানেন জেসন হোল্ডার। আফগান চার ব্যাটসম্যান দু অঙ্কের ঘর স্পর্শ করেন, তাদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনি ২৭ রান করে ফিরে যান। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান জমে করে ও উইন্ডিজ ৩০ রানে জয় লাভ করে। তাদের সর্বোচ্চ ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন উইলিয়ামস।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-
উইন্ডিজ- ১৬৪/৫(২০), লুইস ৬৮
আফগানিস্তান- ১৩৪/৯(২০), নাজিবুল্লাহ ২৭ ; উইলিয়ামস ৪-০-১৭-৩।
ফলাফল: উইন্ডিজ ৩০ রানে জয়ী।
ম্যাচ সেরা : কাইরন পোলার্ড।