টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ৪ জুন থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারে আসর বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য অনুষ্ঠিত হয়েছে গ্রুপপর্বের ড্র। আগামী বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে।

ডি গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বলা যায় বাংলাদেশ কঠিন গ্রুপেই পড়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে সুপার এইটে খেলার সুযোগ পাবে। দক্ষিন আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্ত প্রতিপক্ষ। সুপার এইপে যেতে হলে বাংলাদেল বড় বাধা হবে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ম্যাচটাও টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

দর্শকদের আবাসন ও যাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সুপার এইটে উঠতে পারলে কোন ভেন্যুতে খেলবে সেটাও নির্ধারিত হয়েছে। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠতে পারে তবে সুপার এইটের সব ম্যাচ বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। আর বাংলাদেশ যদি গ্রুপ রানার-আপ সেরা আটে ওঠে তবে যুক্তরাষ্ট্রে খেলতে হবে সুপার এইটের ম্যাচ।

এছাড়া ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান পড়েছে একসাথে। এখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপের ৫টি দল হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আর ‘সি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগি

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »