নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্যই জিম-আফ্রো টি-টেন ক্রিকেট লিগে বল হাতে দারুণ সময় কাটিয়ে এসেছেন টাইগার পেসার তাসকিন। দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন শনিবার (০৫ আগস্ট) পেয়েছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এসময় তিনি জানিয়েছে এই টি-টেন লিগের অভিজ্ঞতা ভবিষ্যতে তার কাজে লাগবে।
তাসকিন বলেন, ‘যেকোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। আশা করি এটাও কাজে লাগবে। টি-টেন বেশ কঠিন একটা ফরম্যাট। ইনশাআল্লাহ্ সামনের খেলায় কিছুটা হলেও সহায়তা করবে।’
এ সময় তাসকিন জানান প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়ে বেশ ভালো লেগেছে তার। তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম তাও মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন, সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।’
আরএ/নিউজক্রিকেট২৪