টি-টেন না খেলেই পাকিস্তানে ফিরলেন আফ্রিদি

ডেস্ক রিপোর্ট »

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বর্তমানে বয়স ৪৩ হলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বয়সের ছাপ এখনো তাঁকে ছুঁয়ে দেখতে পারে নি।

 

চলতি টি-টেন লিগেও দল পেয়েছিলেন তিনি। টুর্নামেন্ট শুরু হলেও এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। মূলত ভিসা জটিলতার কারণে আফ্রিদিকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি আরব আমিরাত।

 

টি-টেন খেলতে আরব আমিরাতেও পৌঁছেছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে বিমান বন্দর থেকে তাঁকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়। যে কারণে দেশে ফিরে ভিসা নবায়ন করছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি আগামী ২-৩ দিনের মাঝেই দলের সঙ্গে যোগ দেবেন এই ক্রিকেটার। টি-টেনের এবারের মৌসুমে কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »