শোয়েব আক্তার »
বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম ম্যাচে সিলেট থান্ডার কে ২৪ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন।একই সাথে টুর্নামেন্টে টানা তিন হারের মুখ দেখলো মোসদ্দেক হোসেনের নেতৃত্বাধীন সিলেট থান্ডার।
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট থান্ডার।ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ১৩ রানের মাথায় ঢাকা কে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ।আন্দ্রে ফ্লেচার ১০(৬) কে জাকির আলীর ক্যাচে পরিণত করেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটি তে জনসন চার্লস ও রনি তালুকদার পাল্টা আক্রমন শুরু করলেও চতুর্থ ওভারের পঞ্চম বলে রনি তালুকদার ব্যক্তিগত ১৪(১১) রানে ওয়াহাব রিয়াজের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।
তিন চার ও এক ছয়ে ৮ বলে ১৯ রান করে বিধ্বংসী রূপ নিতে থাকা জনসন চার্লস আরিফুল,বিজয়ের রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরে যান।
এরপর হাসান মাহমুদের বলে শফিকউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা’র বলে মোহাম্মদ মিঠুন-৮(১৩) ও দেলোয়ার হোসেন-১৭(১৫) এবং মাঝে নাঈম হাসান-১০(১৩) রান আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট থান্ডার।
তবে ক্রিজের একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই করে যান সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে তাঁর ৪৪ বলে ৬০ রান শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছে সিলেট থান্ডারের।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করতে পারে সিলেট থান্ডার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা প্লাটুনের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয় উড়ন্ত সূচনা এনে দেন দলকে। টুর্নামেন্ট সেরা ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন।
নবম ওভারের তৃতীয় বলে মোসাদ্দেক হোসেন সৈকত কে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে মোহাম্মদ মিঠুন এর স্ট্যাম্পিং এর শিকার হোন তামিম ইকবাল। ৫ চারের সাহায্যে ২৮ বলে ৩১ রান সংগ্রহ করেন তামিম ইকবাল।
তবে উইকেটের আরেক প্রান্তে আরেক ওপেনার এনামুল হক বিজয় দূর্দান্ত খেলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে ৩৩ বলে অর্ধ-শতক তুলে নেন এনামুল হক বিজয়। দলীয় ১১০ ও ব্যক্তিগত ৬২(৪২) রানে দেলোয়ার হোসেনের বলে মোসাদ্দেকের তালুবন্দি হোন বিজয়।
নাঈম হাসানের করা ১৭ তম ওভারের তৃতীয় বলে দারুণ খেলতে থাকা জাকির আলীকে বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ নিয়ে আউট করেন সিলেটের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা আন্দ্রে ফ্লেচার। জাকির দুই ছয়ের সাহায্যে ১২ বলে ২০ রান সংগ্রহ করেন।
পরের ওভারের দ্বিতীয় বলে ২১ বলে ২১ রান করা লাউরি ইভান্স কে নাঈম হাসানের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান ইবাদাত হোসেন।
শেষ দিকে থিসারা পেরেরার অপরাজিত ১১ বলে ২২(৪×১,৬×২)রান ও ওয়াহাব রিয়াজের ৭ বলে ১৭(০×৪,২×৬) রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পায় ঢাকা প্লাটুন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা প্লাটুন: ১৮২/৪(২০)
এনামুল হক বিজয়-৬২(৪২),তামিম ইকবাল-৩১(২৮)
মোসাদ্দেক সৈকত-১৬/১(৩),দেলোয়ার হোসেন-২৮/১(৪)
সিলেট থান্ডার: ১৫৮/৭(২০)
মোসাদ্দেক হোসেন সৈকত-৬০(৪৪),জনসন চার্লস-১৯(৮)
হাসান মাহমুদ-২৪/২(৪),মাশরাফি বিন মর্তুজা-২৯/২(৪)
ফলাফল:ঢাকা প্লাটুন ২৪ রানে জয়ী।