টাইগাররা তাহলে ঈদের নামাজ পড়বেন কোথায়?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলছে আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসর। ইতোমধ্যে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় লাভ করে রয়েছে ফুরফুরে মেজাজে। এদিকে বিশ্বকাপের মধ্যেই হচ্ছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর।

সৌদি আরব আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর। সেই হিসেবে বাংলাদেশে ঈদ হতে যাচ্ছে একদিন পর বুধবার। কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে একই দিন মঙ্গলবার ঈদ উল ফিতর উদযাপন করবে ইংল্যান্ডে বসবাসরত মুসলিমরা।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যেহেতু রয়েছে ইংল্যান্ডে তাই তারা ঈদ পালন করবেন আজকেই। তবে টাইগাররা ঈদের নামাজ কোথায় পড়বেন? এমন প্রশ্ন যখন মাথায় আসে তখন জট পাকিয়ে যায় ভিন্ন জায়গায়।

গত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল থাকাকালীন শুক্রবারে জুমার নামাজ পড়তে গিয়েই হামলার শিকার হয়েছিল টাইগাররা। ফলে ক্রিকেটারদের নিরাপত্তার ক্ষেত্রে আইসিসি নিয়েছে বাড়তি সতর্কতা। বাংলাদদেশ দলের ক্রিকেটাররা কোথায় ঈদের নামাজ নামাজ আদায় করবেন এমন প্রশ্ন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে করা হলে তিনি জানান, ‘আমরা আসলে এখনও জানি না কোথায় আমরা নামাজ পড়ব। আইসিসির নিরাপত্তার ব্যাপারে কড়াকড়ি রয়েছে অনেক। এতা সম্ভবত তারা আগে থেকে জানাতে চাইছে না। আমরা জিজ্ঞেস করলে নিরাপত্তা বিভাগ থেকে কিছুই বলেনি।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »