https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক তারকা স্পিনার ডেনিয়েল ভেট্টোরিকে।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর পুরো কোচিং স্টাফকে ঢেলে সাজানোর কথা চিন্তা করা হয়। তারই ফলস্বরূপ টাইগারদের স্পিন বোলিং গুরু সুনিল যোশিকে বিদায় করে দিয়ে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভেট্টোরিকে।
এদিকে বিসিবির সাথে চুক্তি হলেও এখনই দলের সাথে কাজ করা শুরু করছেন না তিনি। ভেট্টোরি সাকিবদের দায়িত্ব নিবেন চলতি বছরের নভেম্বরে ভারত সিরিজের সময় থেকে।
নিউজিল্যান্ডের তারকা এই ক্রিকেটার এর আগে আইপিএল কিংবা বিগ ব্যাশের মত ঘরোয়া ক্রিকেটের দলের কোচিং করে সফলতা পেয়েছেন বেশ। ২০১৫ সালে মাঠের ক্রিকেট থেকে বিদায় নিলেও কোচিং পেশায় এসেও সফলতার ছাপ রাখছেন নিয়মিতই।