নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বাঙ্গালীর দেহের প্রতিটি শিরা উপশিরায় মিশে গেছে। ডাল ভাতের সাথে ক্রিকেট খাই, টাইগারদের জন্য গলা ফাঁটাই এটা যেন বাঙ্গালী কিংবা বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। বর্তমান বিশ্বে ক্রমান্বয়ে ক্রিকেটের প্রসার বেড়েই চলেছে। ইউরোপ, আমেরিকার থেকে ক্রিকেটের প্রতি পাগলপনাটা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। আরও একটু খোলাসা করে বলতে গেলে এশিয়া মহাদেশে ভারতের পর বাংলাদেশে সবচেয়ে বেশি ক্রিকেটের জনপ্রিয়তা। ভারতের পর বাংলাদেশের দর্শকরা ক্রিকেটকে সবচেয়ে বেশি সমর্থন দিয়ে থাকে। অনলাইন বলুন কিংবা মাঠে গিয়ে সব জায়গাতেই টাইগার সমর্থকদের গর্জন শোনা যায়।
টাইগারদের নিঃস্বার্থভাবে সমর্থন দিতে ২০০৪ সালে টাইগারদের একনিষ্ঠ সমর্থক সাব্বির আহমেদ রুবেল ও গোলাম ফারুক ফটিকের হাত ধরে আত্মপ্রকাশ করে ‘বেঙ্গল টাইগার্স ‘ নামের টাইগার সমর্থক গোষ্ঠী। আত্মপ্রকাশের পর থেকে নিরলস ভাবে ও নিঃস্বার্থভাবে টাইগারদের মাঠে গিয়ে সমর্থন দিচ্ছেন বেঙ্গল টাইগার্সের লাল সবুজের সৈনিকরা। শুধু বাংলাদেশের মাটিতেই সমর্থন জোগাচ্ছেন না তারা৷ টাইগারদের সমর্থন দিতে তারা ছুটে চলেছেন স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে, দেশ থেকে বিদেশে।
২০০৪ সালে সংগঠনটির আত্মপ্রকাশের পর গত ১৫ বছরে লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশ ক্রিকেট দলকে গ্যালারীতে উপস্থিত থেকে সমর্থন দিতে এখন পর্যন্ত গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন, পাকিস্তানের গাদ্দাফী স্টেডিয়াম, শ্রীলঙ্কার প্রেমাদাসা ও ইংল্যান্ডের লর্ডস কিংবা ওভালসহ প্রত্যেকটি বিদেশ সফরেই মাঠে থেকে সমর্থন দিয়েছেন তারা। নিজেদের কর্মধারা ঠিক রাখতে এবার বেঙ্গল টাইগার্সের প্রতিনিধিরা পা রেখেছেন ভারতের মাটিতে।
তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এখন বাংলাদেশ। ভারতের মাটিতে টাইগারদের সমর্থন দিতে ইতিমধ্যেই ভারতের দিল্লিতে পৌঁছেছেন বেঙ্গল টাইগার্সের প্রতিনিধিরা। লাল সবুজের পতাকা হাতে গর্জন দিবেন টাইগারদের জন্য। ম্যাচ থেকে যখন ছিটকে যাওয়ার মত অবস্থা হবে, ক্রিকেটাররা যখন ক্লান্ত পথিকের মত ম্যাচ হারার শঙ্কায় থমকে যাওয়ার অভিপ্রায় হবে তখনই গ্যালারী থেকে চিৎকার দিয়ে উঠবে বেঙ্গল টাইগার্সের প্রতিনিধিরা। বলে উঠবেন তোমরা এগারো, তোমরা লাল সবুজের সৈনিক তোমরা পারবে, তোমাদের পারতেই হবে।
অরুন জেটলি স্টেডিয়ামে টাইগারদের সমর্থন দিতে বেঙ্গল টাইগার্সের দুই প্রতিনিধি দিল্লিতে। ঐতিহাসিক কলকাতা টেস্টে সমর্থন দিতে তাদের দুই জনের দলের সাথে যোগ দিবেন আরও ১৬ সদস্য৷ বেঙ্গল টাইগার্সের মোট সদস্য সংখ্যা ১৬১ জন। শুধু মাঠে গিয়ে সমর্থন দেয়াই নয় বাংলাদেশের বিভিন্ন জয়ে দলকে উজ্জীবিত করতে দলকে দিয়েছেন বিশেষ সম্মাননা। বাংলাদেশের ৫০ তম ও ১০০ তম টেস্ট ম্যাচ খেলা উপলক্ষে পুরো বাংলাদেশ দলকে দিয়েছেন বিশেষ সম্মাননা। তারা ২০০৮ সাল পর্যন্ত একাধারে বিভিন্ন অর্জনে ক্রিকেটারদের সম্মাননা দিয়ে এসেছে। এখন স্পন্সরের অভাবে তা চালু রাখতে পারছে না। তবুও মাঠের সমর্থন থেকে সরে যায় নি সংগঠনটি।
বেঙ্গল টাইগার্সের কাছে জানতে চাওয়া হয় আপনারা কিভাবে টাকার বিষয়টা দেখেন। আপনাদেরকে কেউ কি স্পন্সর করে? এমন প্রশ্নে তারা বলেন, ‘আমরা গত ১৫ বছরে আমরা দুই বার স্পন্সর পেয়েছি । আমরা বাংলাদেশকে ভালোবাসি তাই তাদের সমর্থন দিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের খরচে মাঠে গিয়ে সমর্থন দেই। আমরা এভাবে সবসময় টাইগারদের সমর্থন দিতে চেষ্টা করবো।’
বেঙ্গল টাইগার্সের মত স্বার্থহীন সমর্থক গোষ্ঠী বা সমর্থকদের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট। এগিয়ে চলুক বেঙ্গল টাইগার্স, এগিয়ে চলুক লাল সবুজের ক্রিকেট।