https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আগামীকাল (শনিবার) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগারদের শুরুটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ হয়েছিল। ব্যাটিং করে রান পাহাড় গরে বোলিংয়েও ঝাঁঝ দেখিয়েছেন টাইগার বোলাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে না পারায় স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ইংল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপে জয়ের সুখস্মৃতি রয়েছে টাইগারদের। তাছাড়া ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়্বের জ্বালানীও কাজে দিচ্ছে বেশ। তাই হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুই হবে বলে আশা টাইগারদের।
এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ইংলিশরা বেশ সমীহই করছে। ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট মনে করেন বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে হারানো ছিল না কোনো অঘটন। বাংলাদেশ দলকে বেশ শক্তিশালী দল হিসেবেও আখ্যা দেন তিনি।
প্লাঙ্কেট বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ দল কীভাবে হারিয়েছে সেটা আমরা দেখেছি। এটা মোটেও কোনো অঘটন ছিল না। গত বিশ্বকাপে তারা যখন ইংল্যান্ডকে হারিয়েছিল সেটা ছিল অঘটন। তবে এই প্রতিযোগিতায় কোনো অঘটন নেই। বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ।’