https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফে বর্তমানে স্পিন বোলং কোচ ড্যানিয়েল ভেট্টোরি বাদে সবাই দক্ষিণ আফ্রিকার। তবে এবার আসছেন আরও একজন প্রোটিয়া।
বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফকে নতুন মোড়কে সাজিয়েছে বিসিবি। যেখানে পুরনোদের মধ্যে ছিলেন কেবল ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। অন্যদিকে পেস বোলিং বিভাগে নিয়োগ দেয়া হয় চার্ল ল্যাঙ্গেভেল্টকে সাথে হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে এবার যোগ দিচ্ছেন জুলিয়ান ক্যালেফাতো।
আন্তর্জাতিক অঙ্গনে কোনো জাতীয় দলের হয়ে ইতিপূর্বে কাজ করেননি জুলিয়ান। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ফিজিও হিসেবে নিয়মিত মুখই তিনি। অন্যদিকে শুধু ক্রিকেটই নয় রাগবি কিংবা আইস হকির মত খেলা দলের সাথে যুক্ত ছিলেন এই প্রোটিয়া।