টসে জিতে বোলিংয়ে রাজশাহী রয়্যালস

মমিনুল ইসলাম »

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের ২০ তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।

আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স । এবারের আসরে প্রথমবারের মুখোমুখি হচ্ছে এই দুইদল।

এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে ৪ ম্যাচ খেলে তিন জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে রাজশাহী রয়্যালস। আর এদিকে ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান কুমিল্লা ওয়ারিয়র্সের।

 

দু’দলের একাদশঃ 

রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল ( অধিনায়ক) , লিটন দাস ( উইকেটরক্ষক) , আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, অলপ কাপালি, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বী।

কুমিল্লা ওয়ারিয়র্স : দাসুন শানাকা ( অধিনায়ক) , ভানুকা রাজাপাকশা, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ( উইকেটরক্ষক) , মুজিব-উর-রহমান, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম রবি, সুমন খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »