টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের প্রথম ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের তলানির দুই দল রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ দুপুর দেড়টায়।

ইতোমধ্যেই মিরপুরে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচের টস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন।

বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে দুঃস্বপ্নের সময় পার করছে রংপুর এবং সিলেট দুদল। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ওয়াটসনের রংপুর রেঞ্জার্স৷ অন্যদিকে, সিলেট থান্ডা খেলেছে সাতটি ম্যাচ। দুটি দলই জিতেছে মাত্র একটি করে ম্যাচে।

দু’দলের একাদশঃ

সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, সারফেইন রাদারফোর্ড, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাঈম হাসান, এবাদত হোসেন, সোহাগ গাজী, মনির হোসেন।

রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), নাঈম শেখ, ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রেগোরি, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আল-আমিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »