টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী

দুর্জয় দাশ গুপ্ত »

বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের এই আসরের ৫ম ম্যাচে আজ মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডার। আজকের দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।

এর আগে গতকাল নিজেদের প্রথম ম্যাচে তারকায় ঠাসা ঢাকা প্লাটুনকে পাত্তাই দেয়নি রাজশাহী। নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে ৯ উইকেটে জয় তুলে নিয়েছেন লিটন-জাজাইরা।

অন্যদিকে, এই আসরের নিজেদের ২য় ম্যাচ খেলতে নামছে সিলেট থান্ডার। এর আগে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স৷ ভালো শুরুর পরেও চট্টগ্রামের বিপক্ষে হেরেছে মোসাদ্দেক সৈকতের দল।

দুই দলের একাদশঃ

রাজশাহী রয়্যালসঃ হজরতউল্লাহ জাজাই, লিটন দাস (উইকেটরক্ষক), শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আফিফ হোসেন, অলক কাপালি, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

সিলেট থান্ডারঃ রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), জীবন মেন্ডিস, নাজমুল হোসেন মিলন, নাজমুল ইসলাম, নাঈম হাসান, নাভিন উল হাসান, ক্রিসমার সান্তোকি, এবাদত হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »