টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবার কথা থাকলেও সেটা আর হয়নি। আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন শেষে জানান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

অন্যদিকে বৃষ্টির জন্য দুই দলের ইনিংস থেকে কেটে নেয়া হয়েছে ২ ওভার করে। অর্থাৎ ম্যাচটি ২০ ওভারে হবার কথা থাকলে দুই দল এখন ব্যাটিং করতে পারবে ১৮ ওভার করে।

এক নজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, রায়ান বার্ন, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, কাইল জার্ভিস, নিভেল মাদজিভা, রেগিস চাকাভা, টিনোটেন্ডা মুতুম্বদজি, টনি মুনুয়াঙ্গা, টেন্ডাই চাতারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »