এ কে শাহেদ »
বঙ্গবন্ধু বিপিএলে প্রথম ম্যাচে হারলে ও দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে অসাধারণ জয় তুলে নেয় ঢাকা প্লাটুন। আজ তাদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ সিলেট থান্ডার। তবে এখনো জয়ের দেখা পায়নি মোসাদ্দেকের নেতৃত্বাধীন সিলেট। প্রথম দু ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। আজ তাদের তৃতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
দু দলের একাদশ-
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক, জাকার আলী ( উইকেটরক্ষক), লরি ইভান্স, শাদাব খান, আরিফুল হক, থিসারা পেরেরা, মাহেদী হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ, ওহাব রিয়াজ
সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল ইসলাম, নাঈম হাসান, ক্রিসমার সান্তোকি, এবাদত হোসেন, শফিকুল্লাহ শফিক, দেলোয়ার হোসেন