টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপে নিজেদের ৫ম ও আসরের ২৩তম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

সোমবার টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জয় লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচ থেকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন লিটন দাস। বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। আর উইন্ডিজ একাদশে আজ কার্লোস ব্রাফেটের জায়গায় খেলেছেন ড্যারেন ব্রাভো।

এদিকে বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে চারটি ম্যাচ খেললেও এখনও জয়ের দেখা পায়নি টিম টাইগার্স। তবে শেষ ৯ বারের মুখোমুখি লড়াইয়ে উইন্ডিজকে ৭ ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দেখা যাক বিশ্বমঞ্চে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে জয়ের খড়া কাটটতে পারে কি না?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »