টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাঈমের অভিষেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়ান্টিতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ড নিয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন পেসার ও এক লেগ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি পেস অ্যাটাকে থাকবে দীর্ঘ তিন বছর পর দলে ফেরা আল- আমিন হোসেন আর তার সাথে শফিউল ইসলাম। এছাড়াও থাকছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বেশ কিছুদিন যাবৎ ধারাবাহিকভাবে পারফর্ম করায় সাকিবের তিন নম্বর পজিশনে অভিষেক হচ্ছে বা হাতি ব্যাটসম্যান নাঈম শেখের। সর্বশেষ শ্রীলঙ্কা এ দলের সফরে তিন ম্যাচের দুটিতে তুলে নেন ফিফটি।

ওপেনিংয়ে তামিম না থাকায় ইনিংসের গোড়াপত্তন করবেন লিটন দাস ও সৌম্য সরকার। ভারতের হয়ে অভিষেক হতে যাচ্ছে শিভাম ডুবি। তিন স্পিনার ও দুই পেসার ও এক অলরাউন্ডার নিয়ে খেলছে।

অতিরিক্ত বায়ু দুষণের ফলে ম্যাচ আয়োজনের শঙ্কা জাগলেও সঠিক সময়েই টস হয়েছে দিল্লির অরুন জেটলিতে।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »