টপ অর্ডারে সুযোগ পেলে উজাড় করে খেলবোঃ মোসাদ্দেক

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডারে ব্যাট করে থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এবার টপ অর্ডারে ব্যাট করার জন্য নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, সীমিত ওভারের মাচে যদি টপ অর্ডারে ব্যাটিং
করার সুযোগ মেলে তাহলে নিজেকে উজাড় করে খেলার
চেষ্টা করবেন।

দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই তাকে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যায়। যদিও জাতীয় দলে তাঁর ভূমিকা থাকে একজন ফিনিশার হিসেবে। যারাই
লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেন তাদের শুরু থেকেই রান করার জন্য খেলতে হয়। সময় নিয়ে দেখেশুনে ব্যাটিং করার পরিস্থিতি খুবই কম থাকে। এ কারণে নিজের পজিশন পরিবর্তন করে টপ অর্ডারে ব্যাটিংয়ের আগ্রহ দেখিয়েছেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ”ঘরোয়া ক্রিকেটে আমি উপরের দিকে ব্যাট করি। জাতীয় দলে যদি এই
উপরে ব্যাটিং করার সুযোগ পাই কয়েক ম্যাচের জন্য হলেও তাহলে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো।
এক বা দুইটি ম্যাচে টপ অর্ডারে সুযোগ পেলেও
তা নিজের জন্য যথেষ্ঠ নয় বলে দাবি করেন মোসাদ্দেক। বিগত পাঁচ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। তবে এর মধ্যে একটি বা দুটি ম্যাচে আমার উপরে ব্যাট করার সুযোগ হয়েছি।’

তিনি আরো বলেন যখন তিনি ব্যাটিং করেন তখন তাকে দলের কথা চিন্তা করেই খেলতে হয়। নিজের কথা ভাবার সময় থাকে না তখন। যদি নিজের কথা চিন্তা করে খেলতাম তাহলে আরও দুই-একটি হাফ সেঞ্চুরি বেশি করতে পারতাম বলে জানান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »