https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের বিশ্বকাপ স্বপ্ন থেমে গেছে অনেক আগেই। ইংল্যান্ড ত্যাগ করে দেশে চলে এসেছেন দলের ক্রিকেটাররা। তবে দলের গুরু স্টিভ রোডসের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ সেটা জানা গিয়েছিল বিশ্বকাপ চলাকালেই।
এদিকে আজ (মঙ্গলবার) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং দলের ম্যানেজারের সাথে বৈঠক করেছেন হেড কোচ স্টিভ রোডস।
আলোচনা শেষে সংবাদ মাধ্যমকে কিছুই বলেননি রোডস। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান রোডস আদৌ দলের হেড কোচের ভূমিকায় থাকতে পারবেন কিনা তা জানা যাবে বিসিবি বস নাজমুল হাসান পাপন আইসিসির বার্ষিক সভা শেষে দেশে আসলেই।
নিজামউদ্দিন চৌধুরীর ভাষ্য, ‘বিসিবি সভাপতি আইসিসির বার্ষিক সভা শেষ করে দেশে ফিরলেই বোর্ড সভার আয়োজন করা হবে। সভার সম্ভাব্য তারিখ ২২ জুলাই। তখনই কোচিং স্টাফ সংক্রান্ত সব ব্যাপারে আলোচনা হবে।’
অর্থাৎ যদি ২২ জুলাই বোর্ড সভায় রোডসের বিদায় ঘণ্টা বেজে যায় তাহলে লঙা সফরে যেতে হবে হেড কোচ ছাড়াই! শুধু তাই নয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়েও সিদ্ধান্ত আসতে পারে উক্ত সভায়।