জয়ের পরও রানের জন্য দৌড়ানোর কারণ জানালেন মিরাজ

মমিনুল ইসলাম »

গতকাল মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের অপরাজিত ৩ আর মেহেদী হাসান মিরাজের অপরাজিত অনবদ্য ৮৭ রানের কল্যাণে সিলেট থান্ডারকে ১৩ বল হাতে থাকতেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স।

তখন খেলার বয়স ১৮ ওভার ৪ বল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকুর রহিমের লাগে ২ রান আর ম্যাচ জিততে প্রয়োজন এক রান। ক্রিশমার সান্টোকির করা ৫ ম বলে লেগ সাইডের ঠেলে দিয়েন ১ রান নিয়ে জয় নিশ্চত করলেন। কিন্তু হঠাৎই মিরাজকে দেখা গেলো ২ রানের জন্য দৌড়াচ্ছেন।

মিরাজের এমন কান্ড দেখে অবাক হয়েছেন অনেকেই। কারন যেখানে দলের রানই প্রয়োজন ১ সেখানে দুই রানের জন্য দৌড়ানোর কারন কি? অনেকেই অনুমান করেছিলো মুশফিকের দুই হাজার রানের মাইলফলকের বিষটাই প্রভাবিত করেছে হয়তো। সংবাদ সম্মেলনে এসে বিষয়টা খোলাসা করেন মিরাজ।

দারুণ ইনিংস খেলা মিরাজ জানান, ছন্দে থাকায় আর অভ্যাসগত কারনেই দুই রানে জন্য ছুটছিলেন। এমনকি দলের জয় নিশ্চিত হওয়ার পরও। এ নিয়ে প্রশ্ন করা হলে শিশুসুলভ হাসি দিয়ে উত্তর দেন।

তিনি বলেন, ‘ খেলার একটা মোমেন্টাম আছে না… জয় নিশ্চিত এটা আমিও জানতাম আর মুশফিক ভাই জানত। পরে মুশফিক ভাই বললো কিরে দৌড়ালি কেন৷ আসলে খেলার ধারায় ছিলাম তো। আর প্রথম থেকে শেষ অবদি খেলার ভিতরেই ছিলাম । আর যেকারণে খেলার ধারাতেই দুই রানের জন্য ছুটছিলাম। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »