https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর চলাকালে আরও একটি বিশেষ বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। যেখানে অংশ নিয়েছেন সংসদ সদস্যরা। ‘ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ ২০১৯’ নামের এই টুর্নামেন্টে বাংলাদেশ সংসদ সদস্যরা পেয়েছেন নিজেদের দ্বিতীয় জয়।
অল স্টার এর বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদ সদস্যরা করেন ১২৯ রান। জবাবে অল স্টারের ইনিংস থামে ১০৯ রানে। ফলে বাংলাদেশ সংসদ সদস্য দল জয় লাভ করে ২০ রানে।
এর আগে ১০ জুলাই পাকিস্তান সংসদ সদস্যদেরকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ সংসদ সদস্য দল।
অল স্টারকে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সংসদ সদস্যরা আজকেই (১১ জুলাই) লড়বেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
উল্লেখ্য, সংসদ সদস্যদের নিয়ে এই বিশেষ বিশ্বকাপে অংশ নিয়েছে আটটি দেশের সংসদ সদস্যরা। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি ম্যাচ হবে টি-টোয়েন্টি সংস্করণে।