নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবিতে অনুষ্ঠিত টি-১০ লিগে পরাজয় দিয়ে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলা টাইগার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স।
শুরুতে ফিল্ডিংয়ে নেমে প্রতিপক্ষ হাসিম আমলার কর্ণাটক টাস্কার্সরের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলা টাইগার্স। জনসন চার্লের ৫৭(২৯) ও হাসিম আমলার ৪৭(২৯)* রানের ইনিংসে বাংলা টাইগার্সকে ১১৫ রানের লক্ষ্য মাত্রা বেঁধে দেয় হাসিম আমলার দল।
ব্যাটিংয়ে নেমে আন্দ্রে ফ্লেচারের ৪০(১৫) রানের ইনিংস ও রাইলি রুশোর ২২(১০) রানের জড়ো ইনিংসে দুর্দান্ত সূচনা করে বাংলা টাইগার্স। শেষ পর্যন্ত টম মরিসের ২৮(৯)* রানের জড়ো ইনিংসে সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স।
ফলাফল: বাংলা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: আন্দ্রে ফ্লেচার।