কে এম আবু হুরায়রা »
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের অন্যতম মেরুদণ্ড বললেও ভুল হবেনা। মিস্টার ডিপেন্ডেবল, রান মেশিন আরও অনেক খ্যাতি আছে তার। দলের হয়ে সর্বদা নিবেদিত প্রান। ইঞ্জুরি ব্যাতিত দলের বাইরে তাকে খুব একটা দেখা যায়নি। তবে এবারের পাকিস্তান সফরে দলের সাথে ছিলেননা তিনি। নিরাপত্তা ইস্যুতে সফর থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি।
দলের অন্যতম সেরা ক্রিকেটার না থাকায় পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে বেশ মূল্য চোকাতে হয়েছে দলকে। ব্যাটিং অর্ডারটিই হ-য-ব-র-ল অবস্থায় পরে যায় এই সিরিজে। তাই ব্যার্থতার ক্ষোভ মুশফিকের উপরেই ঝাড়লেন বিসিবি সভাপতি। তার মতে না খেললে অন্তত ৬ মাস আগে জানাতে হয়।
পাকিস্তান সিরিজ না খেলায় বেশ বড়সড় বিপাকে পরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে নিজেকে সরিয়ে নেওয়ায় সামনের জিম্বাবুয়ে সিরিজে খেলতে হলে ফিটনেস টেস্ট দিয়েই দলে ফিরতে হবে মুশফিককে। ফিটনেস টেস্টে উতড়ে যেতে না পারলে হয়তো জিম্বাবুয়ে সিরিজেও দেখা মিলবেনা মি.ডিপেন্ডেবলে এমনটিই জানিয়েছেন নির্বাচকরা৷
ইঞ্জুরির কারনে এবারের বিসিএলের প্রথম রাউন্ড খেলতে পারেননি মুশফিকুর রহিম। ইঞ্জুরি কাটিয়ে উঠলেও ফিটনেস টেস্ট ব্যাতিত দলে যায়গা হবেনা মুশফিকের। তবে এসব ভিন্ন কিছু নয় বলে জানালেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ইঞ্জুরি থেকে ফিরলে অবশ্যই সব ক্রিকেটারকেই ফিটনেস টেস্ট দিতে হয়৷ সেভাবেই মুশফিকও দিবেন। আলাদা কিছু নয়।
এই ব্যাপারে আকরাম খান বলেন,” ও (মুশফিক) আনফিট। ও অসুস্থ। এখানে যেকোনো ক্রিকেটারের ফিটনেসটা ইম্পর্ট্যান্ট। যদি ফিটনেস না থাকে টিমে চান্স পাওয়া ডিফিকাল্ট৷ “