জিম্বাবুয়েকে আমরা সমীহ করছি : শ্রীরাম

ক্রীড়া ডেস্ক »

চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারালেও স্বস্তিতে নেই বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারে নতুন করে ভাবনায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে তাই প্রতিপক্ষকে সমীহ করছেন শ্রীধরণ শ্রীরাম।

 

শ্রীরাম বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ১০ টি – টোয়েন্টি খেলেছে।জয় মাত্র তিনটি৷ তাও আবার তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ আরব আমিরাত ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

 

জয়ের ধারায় থাকা পাকিস্তানকে ১ রানে হারিয়ে রীতিমতো অবাক করে দিয়েছে জিম্বাবুয়ে। তাই জিম্বাবুয়েকে হালকা করে দেখার সুযোগ নেই। আজ সাংবাদিক সম্মেলনে শ্রীরাম অবশ্য আশার বাণী শুনিয়েছেন।

শ্রীরাম বলেন, ‘ আমরা মূলত একটা দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি। সেদিক থেকে বেশ ইতিবাচক সবকিছু। ছেলেদের আত্মবিশ্বাস বাড়ছে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদের আরও শক্ত করছে, তারা জানে তাদের কোথায় যেতে হবে। অল্প সময়ে আমরা এসব জিনিস ভালোভাবে করতে পারছি। ‘

 

শ্রীরাম আরো বলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি। তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ঐ ম্যাচের প্রতিটা বল দেখেছি৷ যেভাবে তারা পাকিস্তানের বিপক্ষে খেললো এটা অবিশ্বাস্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »