জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদী মুশফিক!

শোয়েব আক্তার »

আজ সন্ধ্যায় মু‌মিনুল হ‌কের নেতৃত্বাধীন ১৪ সদ‌স্যের টেস্ট দল পা‌কিস্তা‌নের উদ্দে‌শ্যে রওয়ানা হ‌বে। ত‌বে, স্বেচ্ছায় পা‌কিস্তান সফরে না যাওয়া মুশ‌ফিকুর র‌হিমকে নি‌য়ে চললাম বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গি‌য়ে গড়া‌বে তা-ই এখন দেখার বিষয়।

পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে প্রথম টেস্ট খেলার পর মাঝখা‌নে জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে ও একটি টেস্ট খেলার কথা র‌য়ে‌ছে বাংলা‌দে‌শের। এই তিন টে‌স্টের জন্য দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবে‌দিন নান্নু ব‌লে‌ছি‌লেন, মুশ‌ফিক কে ঘ‌রোয়া লি‌গে পারফর্ম ক‌রেই দ‌লে ফির‌তে হ‌বে। এমন‌কি জিম্বাবু‌য়ে সি‌রি‌জেও তি‌নি যে বি‌বেচনায় আস‌বেন না, তারও কিছুটা ইঙ্গিত দি‌য়েছেন তি‌নি। এরপর প্রায় একই সু‌রে কথা ব‌লে‌ছেন, অন্যান্য নির্বাচক, কোচ সহ ক্রি‌কেট বোর্ড সং‌শ্লিষ্ট অনেক উর্ধ্বতন কর্মকর্তারা। এমন‌কি বোর্ড সভাপ‌তি নাজমুল হাসান পাপন ও পা‌কিস্তান সফ‌রে না যাওয়ায় মুশ‌ফি‌কের প্র‌তি অসন্তু‌ষ্টি প্রকাশ ক‌রেন!

এবার এই আলোচনায় যোগ দি‌লেন খোদ মুশ‌ফিকুর র‌হিম ও। ক্রি‌কে‌টের অন্যতম জন‌প্রিয় ও‌য়েবসাইট ক্রিকবাজ‌কে দেওয়া এক সাক্ষাতকা‌রে মুশ‌ফিকুর র‌হিম ব‌লেন, জিম্বাবু‌য়ে সি‌রিজের জন্যই তি‌নি প্রস্ত‌ুত হ‌চ্ছেন। মুশ‌ফিক ব‌লেন, ” আগামী দুই/এক‌দি‌নের ম‌ধ্যে আমি ফিট‌নেস পরীক্ষা দেব। বি‌সিএ‌লের দ্বিতীয় রাউন্ড খেল‌বো। জিম্বাবু‌য়েব বিপ‌ক্ষে না খেলার কোন কারন নেই। আমি সেভা‌বেই নি‌জে‌কে তৈ‌রি কর‌ছি। দ‌লে সু‌যো‌গের বিষয়টা আমার হা‌তে নেই। ত‌বে, আমি চাই ও‌দের বিপ‌ক্ষে তিন ফরম্যা‌টেই খেল‌তে চাই। দ‌লে জায়গা পে‌লে নি‌জের সেরাটা দি‌য়ে-ই খেল‌বো।

‌নির্বাচক, কোচ কিংবা অন্যান্য কর্তাব্য‌ক্তি‌দের বক্তব্য কিভা‌বে দেখ‌ছেন এই ব্যাপা‌রে মুশ‌ফি‌কের দৃ‌ষ্টি আকর্ষন করা হ‌লে অনেকটা অভিমান ঝ‌রে প‌ড়ে তাঁর কথায়। সা‌কিব-তা‌মিমের ম‌তো বড় ক্রি‌কেটার তি‌নি নন দা‌বি ক‌রে, নির্বাচক‌দের মন জয় ক‌রে জাতীয় দ‌লে ফেরার প্রত্যয় ব্যক্ত ক‌রেন এই ডানহা‌তি ব্যাটসম্যান। মুশ‌ফিক বলছি‌লেন, “সা‌কিব-তা‌মি‌মের ম‌তো বড় ক্রি‌কেটার আমি নই। আমি সবসময় নি‌জে‌কে ছোট ক্রি‌কেটার হি‌সে‌বেই দে‌খি।

মিস্টার ডি‌পেন্ডেবল আরও ব‌লেন, ” আমি সবসময় ব‌লি পরবর্তী সি‌রি‌জে কিভা‌বে দ‌লে জায়গা পা‌বো তা নি‌য়েই প‌রিকল্পনা ক‌রি। এই কথা গু‌লো আমার জন্য খুব বিব্রতকর কিছু নয়। বিষয়টা কে আমি স্বাভা‌বিক ভা‌বেই নি‌চ্ছি। আমার ফিট হওয়া জরু‌রি। বি‌সিএ‌লে এক‌টি ম্যাচ আছে (বি‌সিএ‌লের দ্বিতীয় রাউন্ড)। আমি চেষ্ঠা কর‌বো ‌যেন নির্বাচক ও টিম ম্যা‌নেজম্যা‌ন্টের সদ‌স্যেদের খু‌শি কর‌তে পা‌রি। য‌দি তাঁরা ম‌নে ক‌রেন দ‌লে আমার প্র‌য়োজন আছে ত‌বে, তারা আমা‌কে পরব‌র্তি সি‌রি‌জের জন্য বি‌বেচনা কর‌বেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »